সিবিএন:
দক্ষিণ চট্টলার সাগরকন্যা খ্যাত কক্সবাজার জেলায় শিক্ষার আলো ছড়িয়ে অন্ধকার দূর করে জাতিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছে কক্সবাজার সিটি কলেজ। শিক্ষার বিস্তারের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতেও নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় আবারও ইতিহাস গড়েছে কক্সবাজার সিটি কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবল টূর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কক্সবাজার সিটি কলেজ ফুটবল দল।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। কক্সবাজার জেলা পর্যায়ে কক্সবাজার সরকারী কলেজকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কক্সবাজার সিটি কলেজ। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের গ্রুপ পর্ব ও নকআউট পর্বে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে পৌঁছে তারা। ফাইনালে চাঁদপুর সরকারী কলেজকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়নের শিরোপা লাভ করে কক্সবাজার সিটি কলেজ।
জাতীয় পর্যায়ে আটটি বিভাগীয় চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে গতকাল সকালে শুরু হয় নকআউট পর্ব। সকালে প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি কক্সবাজার সিটি কলেজ ২-১ গোলে পরাজিত করে ময়মনসিংহ বিভাগের আনন্দমোহন কলেজকে। এরপর দুপুরে সেমিফাইনালে খুলনা বিভাগের চ্যাম্পিয়ন দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কক্সবাজার সিটি কলেজ।
অবশেষে বিকালে ফাইনাল ম্যাচে রাজশাহী বিভাগের প্রতিনিধি পাবনা এডওয়ার্ড কলেজকে ২-১ গোলে হারিয়ে কক্সবাজার সিটি কলেজ জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই বিজয়ে নেতৃত্ব দিয়েছেন কক্সবাজার সিটি কলেজ ফুটবল দলের কোচিং প্যানেল—সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক মং ওয়ান নাইন এবং প্রভাষক জমির হোসাইন।
এছাড়াও কক্সবাজার সিটি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সেকশন আন্তঃকলেজ ফুটবল দলও জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই টুর্নামেন্টের খেলা শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, “ছেলেরা অনেক কষ্ট করেছে। জয়টা তাদের প্রাপ্য ছিল। আমি কক্সবাজার সিটি কলেজ ফুটবল টিমকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আকতার উদ্দিন চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন:
“জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার সিটি কলেজের জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব—এটি শুধু আমাদের কলেজ পরিবারের জন্য নয়, সমগ্র কক্সবাজারবাসীর জন্য এক ঐতিহাসিক অর্জন। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে আমরা শুরু থেকেই সচেষ্ট ছিলাম। আজকের এই বিজয় তারই একটি ফল।
আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ফুটবল দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ—সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক মং ওয়ান নাইন ও প্রভাষক জমির হোসাইন—তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে আমাদের সন্তানেরা দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
এই অর্জন প্রমাণ করে, কক্সবাজার শুধু সমুদ্র আর সৌন্দর্যের শহর নয়—এটি এখন প্রতিভা, পরিশ্রম আর পারফরম্যান্সের শহরও। কক্সবাজার সিটি কলেজ যে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মিলিত এক উজ্জ্বল প্রতীক, তা আজ জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলো।
আমি আমাদের কৃতি খেলোয়াড়দের জন্য দোয়া করছি—তারা যেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে কক্সবাজার তথা বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে। পাশাপাশি এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফুটবল দলও যেন জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে, সে প্রত্যাশাও করছি।
কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁদের নিরব ছায়াসঙ্গী হয়ে এ সাফল্যে বড় ভূমিকা ছিল।”
বর্তমানে কক্সবাজার সিটি কলেজে এইচএসসি, ডিগ্রী, স্নাতক (সম্মান) ও মাস্টার্স কোর্স পরিচালিত হচ্ছে। কলেজে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি, কম্পিউটার সায়েন্স ও ট্যুরিজমসহ নানা বিষয়ের ওপর পাঠদান করা হয়। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শ্রেণিতে শিক্ষাদান চলছে।
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে কক্সবাজার সিটি কলেজ যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত—জাতীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সেটিই প্রমাণ করলো তারা।