উখিয়া সংবাদদাতা ;
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮-এপিবিএন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বালুখালী ১১নং ক্যাম্পের সি/১০ ব্লকের ময়নারঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ (৩০) একই ক্যাম্পের আমির হোসেনের পুত্র।
৮-এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় এপিবিএনের একটি দল। অভিযানে শরীফের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শরীফ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাচার করত বলে জানিয়েছে পুলিশ।
ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পরিদর্শক শেখ তাসমীম আলম জানান, পাচারের সময় ইয়াবাসহ শরীফকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হবে।