নিউজ ডেস্ক:
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ বা কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো সময়ে রাজনীতিতে যুক্ত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেব, নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হব, এমন কোনো নিশ্চয়তা নেই।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের প্রতি একটা প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। সময়মতো তা জানানো হবে।”

নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ছাত্রাবস্থায় আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি। তবে আগামী বছর থেকে আয়কর প্রদান করবেন এবং সম্পদের হিসাবও জমা দেবেন।