কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে চকরিয়ায় এক পর্যটককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক শাহাদাত হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গত ২০ এপ্রিল রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার কাকড়ার ইউনিয়নের দরগা রাস্তার মাথা এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শাহাদাত হোসেন (২৩) নোয়াখালীর বসুরহাট পৌরসভার বাসিন্দা।
শাহাদাত হোসেন বলেন, বান্দরবান থেকে ৬ বন্ধু মিলে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাচ্ছিলেন। পথে তিনি পেছনে পড়ে গেলে অজ্ঞাত ৭-৮ জন দুর্বৃত্ত একটি পিকআপ ভ্যান দিয়ে তার গতিরোধ করে। পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে হেলমেট খুলে পড়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে শাহাদাত কোনোভাবে দৌড়ে পালিয়ে যান।
তিনি জানান, কিছুদূর গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করতে চাইলেও নেটওয়ার্ক সংকটের কারণে সংযোগ পাননি। পরে বন্ধুদের মাধ্যমে পুলিশে খবর দেন। হাইওয়ে পুলিশের সহায়তায় সকালে চকরিয়া থানায় গিয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি হাতে পেয়েছি এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। সত্যতা পেলে মামলা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।