ডেস্ক নিউজ:
শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ও শিক্ষার্থীদের মানসিক-শারীরিক ক্ষতির শঙ্কায় শিক্ষা সংশ্লেষবিহীন মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষহীন ইস্যুতে সভা-সমাবেশ ও মিছিলে অংশ নিচ্ছে, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা ও উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগী রাখতে এবং শিক্ষা সংশ্লিষ্ট সহশিক্ষা (কো-কারিকুলার) কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে একটি নমুনা কো-কারিকুলার কার্যক্রমের তালিকাও সংযুক্ত করা হয়েছে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।