ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারের ণমাধ্যমকর্মীদের সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর ‘ফলোআপ ওয়ার্কশপ’ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় শহরের অভিজাত হোটেলের সম্মেলন সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম।
‘অভিবাসন, বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট’ বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করছেন আইওএম-এর ডেপুটি চীফ অফ মিশন আবদুস সাত্তার ঈসভ।
বক্তৃতা করেন আইওএম এর হেড অব সাব অফিস সংযুক্তা সাহানী।
সভা সঞ্চালনা করছেন ন্যাশনাল প্রোগ্রাম অফিসার সৈকত বিশ্বাস।
ওয়ার্কশপে বিভিন্ন মিডিয়া হাউজের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।