বিনোদন ডেস্ক:
একই বাসায় শাকিব, কোলে আব্রাহাম খানদেশের শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাসকে ঘিরে কিছুটা থমকে আছে চলচ্চিত্র অঙ্গন। অন্যতম সফল এ জুটির ব্যক্তিগত জীবনকে ঘিরে কিছুটা উৎকণ্ঠাও তৈরি হয়েছে সোমবার (১০ এপ্রিল) থেকে। বিষয়টি টের পাওয়া গেল বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে কথা বলে।
তবে উৎকণ্ঠাটি শুধু জনপ্রিয় এ মানুষ দুটির মধ্যে বিভেদ প্রকাশ্যে আসাটা ও পরবর্তীতে চলমান কাদা ছোঁড়াছুড়ি নিয়েই। যার সঙ্গে আজ মঙ্গলবার সকালে সরাসরি যুক্ত হলেন নবাগতা নায়িকা বুবলীও!
আর এ বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে অপু ও শাকিবকে নিয়ে। বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক বিষয়টির সম্মানজনক সুরাহার জন্য কথাও বলেছেন তাদের সঙ্গে। এমনকি তাদের পরামর্শেই আজ, মঙ্গলবার দুপুরে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা থাকলেও সেটি আর করেননি শাকিব খান।
আর ঠিক এ কারণেই শাকিব সংবাদমাধ্যমের সঙ্গে সেভাবে এখনও বসেননি।
চলচ্চিত্র প্রযোজক নেতা খুরশীদ আলম খশরু সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চাই বিষয়টি মিটমাট হোক। শাকিব যদি অপুর সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, এটা তার জন্য খুবই নিন্দনীয় হবে। চলচ্চিত্রের একজন প্রধান নায়ক এটা করতে পারেন না। আমরা এটা কোনওভাবেই মেনে নেব না। আমি শাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কারণ শাকিব শুধু ব্যক্তি নয়, সে একটি ইন্ড্রাস্ট্রি। তাকেও সেটা বুঝতে হবে। আমাদের চলচ্চিত্র শিল্পের সুনামের বিষয়ও এতে জড়িত।’
বাসায় অপু, কোলে আব্রাহাম খানএদিকে, মঙ্গলবার সকালে শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
গুলজার বলেন, ‘এর অবশ্যই সমাধান হওয়া উচিত। তাদের দুজনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। শাকিবকে ভাবতে বলেছি পুরো বিষয়টি নিয়ে। অপুর সঙ্গেও কথা হয়েছে আমার।’
এ পরিচালকের কাছে জানতে চাওয়া হয়, আসলে কী কথা বলেছেন তিনি আর উত্তরে শাকিবই বা কী বলেছেন? তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে, বিষয়টি নিয়ে এভাবে কথা বলা উচিত নয়। আমি অপু ও শাকিব দুজনকেই বলেছি নিজেদের বিপক্ষে এভাবে কথা না বলতে। আপাতত ঢালাওভাবে কথা বলতে বারণ করেছি। বিয়ে একটি সুন্দর ও পবিত্র বিষয়। আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। আশা করি, সুন্দর সমাধান হবে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।