বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর খাদ্যগুদাম থেকে এক ট্রাক চাল পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে চালভর্তি ট্রাকটি খাদ্যগুদাম থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খাদ্যগুদামের উপ-পরিদর্শক কামরুল হাসানের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট চালগুলো পাচার করেছে।
সূত্র মতে, খাদ্যগুদামের অসাধু কর্মকর্তা কামরুল ও অসাধু ব্যবসায়ী সেলিম রেজা সিন্ডিকেট ট্রাকভর্তি চালগুলো পাচার করেছে। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা থোয়াই অং ছুটিতে রয়েছেন। এই সুযোগে কামরুল হাসানের নেতৃত্বে খাদ্য গুদামের একটি যোগসাজস করে গাড়ির মাঠ এলাকা সেলিম রেজার মাধ্যমে এক ট্রাক চাল পাচার করেছে। পাচারের সময় স্থানীয় চালভর্তি ট্রাকটিকে ধাওয়া করে। তবে ধরতে পারেনি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত কামরুল হাসান বলেন, ‘চাল পাচার হয়নি। নিয়ম মতে খদ্দেরকে খালাস করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে ভিন্ন কথা। সূত্রটি বলছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা থোয়াই অং ছুটিতে থাকার সুযোগকে ব্যবহার করে খদ্দেরের সাথে যোগসাজস করে ভালো মানের চালগুলো পাচার করছে’
জানা গেছে, খাদ্যগুদামের অসাধু কর্মকর্তা ও কিছু অসাধু ব্যবসায়ী যোগসাজস করে দীর্ঘদিন ধরে চাল পাচার করে আসছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা থোয়াই অং ছুটিতে ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি।
কক্সবাজার সদর খাদ্যগুদাম থেকে চাল পাচার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।