প্রেস বিজ্ঞপ্তি :

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ আরম্ভ হয়েছে। প্রধান অতিথি হিসাবে গত সোমবার বিকেলে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ডাকভাঙ্গা বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনার্দন কর্মকার ওরফে সুমন। এসময় তিনি বলেন, ‘ক্রীড়ার মাধ্যমে যুবকদেরকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এর জন্য প্রয়োজন ক্রীড়া। খেলাধুলাই পারে যুবকদের মাদক থেকে রক্ষা করে সুস্থ পরিবেশে ফিরিয়ে দিতে। পাশাপাশি খেলাধুলা ভালোবাসার বন্ধনকে আরও সুদৃড় করে।

কচ্ছপিয়ার ডাকভাঙ্গা গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লবা কর্মকার, আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার ও ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী, ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সলিম উল্লাহ, নারী ইউপি সদস্য নুসরাত জাহান মুন্নি, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আবু তালেব, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মেহেদী, ডাকভাঙ্গা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি সেলিম উল্লাহ প্রমূখ।