সেলিম উদ্দিন, ঈদগাঁও
চট্টগ্রামের প্রথম ২৪ ঘন্টার অনলাইন পত্রিকা নিউজ চিটাগাং টুয়ান্টিফোর ডটকম পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কেক কেটে পালিত হয়েছে। পত্রিকার ঈদগাঁওস্থ স্টাফ রিপোর্টার সেলিম উদ্দিনের সার্বিক সহযোগীতায় ঈদগাঁও প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার ১১ এপ্রিল সন্ধ্যা ৭ টায় জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এতে আমন্ত্রিত প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। বিশেষ অতিথিদের মধ্যে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর, ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা আসাদুজ্জামান, জালালাবাদ স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী ডা. আবু সাদেক, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, ইউনিটি চেয়ারম্যান মো: ইব্রাহীম, সেক্রেটারী মোজাম্মেল হক, ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি এস.এম. তারেক, দৈনিক সাঙ্গু ঈদগাঁও প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল আমিন হেলালী, দৈনিক আজকের কক্সবাজার ঈদগাঁও প্রতিনিধি নাছির আল নোমান, দৈনিক সমুদ্রকন্ঠ ঈদগাঁও প্রতিনিধি শেফাল উদ্দিন, দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি এম আবুহেনা সাগর, বেবেঙ্গল নিউজ ডটকম বার্তা সম্পাদক এম সরওয়ার, সাউথ বাংলা নিউজ ডটকম বার্তা সম্পাদক আরফাত, দৈনিক কক্সবাজার বানী প্রতিনিধি মুফিজুল ইসলাম মুফি প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পত্রিকার সফলতা কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।