এস. এম. তারেক:
কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের কৃতি শিক্ষার্থী অপি শাহরিন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। প্রকাশিত বৃত্তির ফলাফলে অপি এ বিরল কৃতিত্ব অর্জণে সমর্থ হয়। বৃত্তিপ্রাপ্ত অপি জালালাবাদ ইউনিয়নের শতবর্ষী ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপি একই বিদ্যালয় থেকে গেল বছরের পিএসসি পরীক্ষায় এ প্লাস অর্জণ করে। দরিদ্র পরিবারের সন্তান অপির বাবা মুফিজুর রহমান পেশায় একজন দিনমজুর এবং মা রশিদা আক্তার গৃহিণী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি সদর উত্তর শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, দরিদ্র পরিবারের সন্তান অপি শত বাধা পেরিয়ে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকত এবং প্রতিদিন বাড়ীর কাজ আদায় ও ক্লাসের পড়া শিখে আসত। বিনয়ী অপি অত্যন্ত সদালাপী এবং শিক্ষকদের প্রতি ছিল তার অকুন্ঠ শ্রদ্ধা। তার বিরল এ কৃতিত্বে আনন্দে আতœহারা বিদ্যালয়ের শিক্ষক মামুন অর রশীদ, আবদুল আজিজ, নুসরাত জাহান, কামরুল আহসান শোভা, শাহীন ফাতেমা, মোহছেনা খানম এবং তাবেঈন আশরাফীসহ পুরো এলাকার মানুষ। অপি বর্তমানে জেলার অপর ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে আগ্রহী।
জালালাবাদে দিনমজুর কন্যা অপির ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।