প্রেস বিজ্ঞপ্তি:
“আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর” এই স্লোগানকে ধারণ করে প্রতিবারের মত এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২দিন ব্যাপী বর্ষ বিদায় এবং বর্ষ বরণের অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বর্ষ বিদায় ১৪২৩ বঙ্গাব্দের অনুষ্ঠান সূচীতে রয়েছে ১৩ এপ্রিল বিকাল ৪টায় শহিদ দৌলত ময়দানে বিদানের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবে জাগো বাংলাদেশ, কক্সবাজার শিল্পী গোষ্ঠী, হলি চাইল্ড কালচারাল একাডেমি ও উদীচী সংগীত নিকেতন। আবৃত্তি পরিবেশন করবে পান্থজন। পরদিন ১৪ই এপ্রিল ১লা বৈশাখ প্রভাতী অনুষ্ঠানে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় রবিন্দ্র সংগীত সম্মেলন পরিষদ, উদীচী, শিল্পকলা একাডেমী, সাংস্কৃতিক কেন্দ্র, শিশু একাডেমী, সৈকত খেলাঘর, বেলাভূমি খেলাঘর, সৃজন সংগীত ভূবন ও ঝিনুক মালার খেলাঘর। সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা। উক্ত কর্মসূচীতে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করার জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দৌলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম আহবান জানিয়েছেন।