সিবিএন:
কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ার ঝাপুয়া মাদ্রাসাতে শুরু হয়েছে মাওলানা হাফজ আইয়ুব আলী ফাউন্ডেশনের উদ্যাগে হিফজুল কোরআন প্রাতিযোগীতা ও স্মরন সভা। আজ সকাল ১০ টায় প্রতিযোগীতা শুরু হয়।
এই প্রতিযোগীতায় জেলার বিভন্ন মাদ্রাসার হিফজ বিভাগ থেকে শতাধিক ক্ষুদে হাফেজ অংশ নিচ্ছে। বিচারকর দায়িত্ব পালন করছেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামা মুফতি সোলাইমান কাশেমী হাফেজ মাওলানা ওমর ও ক্বারী আতিকুল মওলা।  আজ বিকালে ঝাপুয়া মাদ্রাসা প্রাঙ্গানে সমাপনি ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতা ২ টি গ্রুপে অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতাকে ঘিরে ঝাপুয়া মাদ্রাসায় সাজ সাজ রব বিরাজ করছে। প্রতিযোগী ছাড়া বিভিন্ন ্এলাকা থেকে বিপুল দর্শক সেখানে এসেছে। এক এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।