ডেস্ক নিউজ:
আপনি যদি চিন্তা করে থাকেন শীঘ্রই বিয়ে করবেন তাহলে চেষ্টা করুন জমকালোভাবে তা করতে। আপনার চেনা জানা সবাইকে অবশ্যই দাওয়াত দিন। এখনকার দিনের বিয়েতে থাকে প্রচুর আনুষ্ঠানিকতা। এ নিয়ে সমালোচনাও রয়েছে। কিন্তু আপনি কি জানেন আপনি যত জাঁকজমকভাবে বিয়ে করবেন, আপনার সম্পর্ক টিকবে বেশিদিন?
সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে, যে বিয়ের অনুষ্ঠানে বেশি মানুষ অংশগ্রহণ করে সেটা টেকেও বেশিদিন। বিশেষজ্ঞরা বিবাহ বিচ্ছেদ নিয়ে গবেষণা করতে যেয়ে এ তথ্য বের করেন। যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এ প্রতিবেদন করেন।
গবেষণায় তারা পান যে জুটি ২০০ বা তারও বেশি মানুষের সামনে বিয়ে করেন তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা ৯৬ শতাংশ কম। কিন্তু যারা তাদের বিয়ে অনাড়ম্বরভাবে করেন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি।
গবেষণায় পাওয়া এ তথ্য হয়তো আপনার ব্যাংক ব্যালেন্সের জন্য সুখকর নয়, তবে ব্যক্তিগত জীবনে সুখী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তাই বিয়ের জন্য প্রস্তুতি এখনই নিতে শুরু করুন।
সূত্র-ফক্স নিউজ
জমকালো বিয়ে, টেকেও বেশিদিন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
