সংবাদ বিজ্ঞপ্তি:
আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:)’র একনিষ্ট ভক্ত, দরবার এন্তেজামেয়া কমিটির সহ-সভাপতি ও রওজা কমপেক্স নির্মাণ ও বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আকতার কামাল মুহাম্মদ জাফর উলাহ হৃদযন্ত্র বন্ধ হয়ে ৬২ বৎসর বয়সে ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা এপেলো হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিলাাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তার স্ত্রী, সন্তান, নাতী নাতনী, আত্মীয় স্বজন ছিল।
পারিবারিক সূত্র জানিয়েছেন, মরহুমের প্রথম জানাজা শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় খুলশীস্থ নিজ বাসভবন জাফর গার্ডেনে, দ্বিতীয় জানাজা বাদে জুমা হযরত শাহ্ আমানত(রহঃ)’র দরগা প্রাঙ্গণে ও তৃতীয় জানাজা বাদে আছর সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের ইসমাঈল চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
শোক ও সমবেদনা জ্ঞাপন :
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা মুনিরুল মন্নান আল-মাদানী (ম:জি:আ:), শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী (ম:জি:আ:), শাহজাদা অহিদুল মিলাত আল-কুতুবী (ম:জি: আ:), শাহজাদা আতিকুল মিলাত আল-কুতুবী (ম:জি: আ:), শাহজাদা সৈয়দুল মিলাত আল-কুতুবী (ম:জি: আ:), শাহজাদা মাওলানা জিলুল করিম আল-কুতুবী (ম:জি: আ:) , শাহজাদা আব্দুল করিম আল-কুতুবী (ম:জি: আ:) , দরবার এন্তেজামেয়া কমিটির সভাপতি আজিজুল ক্বদর, মহাসচিব মুহাম্মদ শরীফ, রওজা কমপেক্স নির্মাণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক সাংসদ ও সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার শাহ আব্দুল মালেক বিমানবন্দর নামকরন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোকারেমুল কাদের চৌধুরী মুকুল, দরবার প্রেস এন্ড মিডিয়া উইং’র আহবায়ক কামাল হোসেন, সচিব এহসান আল-কুতুবী সহ দরবারের বিভিন্ন থানা, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ।
বিবৃতিতে তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও পরিবারের প্রতি ধৈর্য্য ধারনের আহবান জানিয়েছেন ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।