মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ১৩ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুতি থাকব সারাক্ষণ’- এ প্রতিপাদ্য নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়ম মোঃ জোবায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন, চেয়ারম্যান আ. ন. ম সেলিম, মোঃ নেজাম উদ্দিন, তসলিমা আক্তার, মো. রমজান আলী, ডা. রেজাউল করিম, অধ্যক্ষ হারুনুর রশিদ, ডেপুটী কমান্ডার মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টচার্জ, সাংবাদিক মামুন মোহাম্মদ ও মো. নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বজ্রপাতের সময় যেকোন ইলেক্ট্রনিক্স যন্ত্র বন্ধ রাখতে হবে। বজ্রপাতের সময় মোবাইলে কথা বললে ব্রেনে আঘাত হবে। দুর্যোগ থেকে বাচতে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে।