সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের আল-আমিন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। একাডেমির সভাপতি ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্টিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক সুবুধ কুমার পাল, একাডেমির পরিচালক শাহাজাদা শামশুদ্দিন, পরিচালনা পরিষদ সদস্য মাষ্টার আবুল হোসেন, রফিকুল ইসলাম, আবু তাহের, শিক্ষক মোস্তাক আহমদ, জাহেদা আক্তার, কোহিনুর আক্তার, তবারক হোসেন, তানজীনা আফরিন লাকী, হাফেজ বেলাল হোসেন, মুন্নী চক্রবতী, উম্মে সালমা।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রতন দাশ, পৌর প্রিপ্যারটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরেশ কান্তি দে ও কক্সবাজার পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা শামিমা আক্তার।