মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ৩৬পিস ইয়াবাসহ রেজাউল করিম (৩৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম বরইতলী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে চকরিয়া থানার এসআই মো. এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ রেজাউল করিমকে আটক করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক ইউপি সদস্য রেজাউলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।