জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফে হ্নীলার রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এসএমসি কমিটি গঠনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ২মে স্কুলটিতে অভিভাবক সদস্য নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪এপ্রিল জুমাবার বেলা ১২টার দিকে স্কুল মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ বোস। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার জামাল হোছাইন, স্কুলের বিদ্যুৎসাহী সদস্য জসিম উদ্দিন টিপু, অভিভাবক হাফেজ আবু সাইয়্যিদ, গোরা মিয়া, আবুল মঞ্জুর, মাঈন উদ্দিন, মোহাম্মদ ইদ্রীছ, হাসান আলী পিন্টু, মমতাজ হোসাইন, গোল বাহার, কালা মিয়া, শিক্ষক তাহেরা পারভীন, নুরুল আলম আজাদ, আনোয়ার হোসাইন। স্কুলের উন্নয়নে এসএমসি সদস্যদের ভুমিকা নিয়ে শিক্ষা অফিসার আশীষ বোস বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোমলমতি শিশুদের পড়া-লেখার স্বার্থে এসএমসি কমিটির সদস্যদের আন্তরিক হতে হবে। স্কুলের স্বার্থে এসএমসি কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, স্বচ্ছ অভিভাবক নির্বাচন করতে ইলেকশনের কোন বিকল্প নেই। পরে উপজেলা শিক্ষা অফিসার নির্বাচনে অংশ গ্রহণকারী ৯ অভিভাবক ও উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে আগামী ২মে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এর আগে গত ৫এপ্রিল নির্বাচনে অংশ গ্রহণকারী অভিভাবক প্রার্থীদের যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হয়। এদিকে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচনী প্রক্রিয়ায় অভিভাবক সদস্য নেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী বলে সচেতন মহলসহ সংশ্লিষ্টরা মনে করছেন। স্কুল পরিচালনায় অভিভাবকদের অধিকার নিশ্চিতে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় স্কুলের সকল অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার শাকের আহমদকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।#