জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
লোহাগাড়ায় অভিযান চালিয়ে গতকাল ১৪ এপ্রিল বিকেলে ৭৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ সিরাজ (৩৩) প্রকাশ ইয়াবা সিরাজ নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজার এলাকার সিকদার পাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র।
থানা সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্ততে লোহাগাড়া থানা পুলিশের এসআই মো: সোলাইমান পাটোয়ারি সঙ্গীয় ফোর্স নিয়ে ৭৫ পিস ইয়াবাসহ সিরাজকে আটক করে। তিনি জানান, সিরাজের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার আদালতে সোপার্দ করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সিরাজ দীর্ঘদিন ধরে ছদ্ধবেশে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতোদিন পর মুখোশ উন্মোচন হলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।