প্রেস বিজ্ঞপ্তি:
শব্দায়ন আবৃত্তি একাডেমীর শিশু-কিশোর বিভাগের ২০১৭-১৮ সালের পাঠ্যক্রম ও পাঠ্যবিষয় বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পাঠ্যবিষয় বিতরণ করা হয়। শব্দায়নের প্রশিক্ষণ অধিকর্তা ও পরিচালক জসীম উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠ্যবিষয় বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক কলামিস্ট বিশ্বজিৎ সেন, জ্যেষ্ঠ সংগীত শিল্পী প্রবীর কুমার বড়ুয়া, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক অধ্যাপক মইনুল হাসান পলাশ, নাট্যজন বাবুল পাল, সেবা টেলিকম স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন একাডেমীর প্রশিক্ষক ও সহকারী পরিচালক জ্যোৎস্না ইয়াসমিন, প্রশিক্ষক ও সহকারী পরিচালক মিনহাজ চৌধুরী, প্রশিক্ষক ও সহকারী পরিচালক তৌহিদুর রহমান, সহকারী পরিচালক গিয়াস উদ্দিন মিলন, প্রশিক্ষক রোমেনা আক্তার রুমা, প্রশিক্ষক রাশেদুল ইসলাম, প্রশিক্ষক নাইজিন হুদা প্রমি, অর্থ সমন্বয়ক ফারিয়া বিনতে রশিদ রুপা। এসময় কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারটি বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।