বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ উপলক্ষে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করে পহেলা বৈশাখ কলেজ ক্যাম্পাসে। সকাল ৮ টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি পালন শুরু হয়। শোভাযাত্রায় কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সকাল ১০.৩০ মিনিটে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনায় লোকজ গানের আসর ও পিঠা উৎসব।এ সমসময় কলেজ ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানমালায় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।