সংবাদদাতা
উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চবিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুুুুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি ও রাজাপালং ইউপির সাবেক চেয়ারম্যান শাহকামাল চৌধুরীর সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন উখিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
উদ্ভোধকের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, সর্বস্তরের ছাত্র ও যুব সমাজকে মাদকের কাছ থেকে দূরে রাখতে এবং বাল্য বিবাহরোধ করতে ছাত্র-ছাত্রীদেরই গণসচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ছাত্রসমাজ পথভ্রষ্ট হলে, দেশ জাতি পথভ্রষ্ট হবে। তাই বাল্য বিবাহরোধ ও মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে।
সরওয়ার জাহান চৌধুরীর মতে, ছাত্রসমাজ গড়ে তুলতে পারলে আমরা সুন্দর সমাজ বিনির্মাণে সফল হব। জাতি হিসেবে এগিয়ে যেতে পারব। ছাত্র সমাজই জাতির আগামীর সম্ভাবনা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।