মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভষ্মিভূত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টার মধ্যে উক্ত ইউনিয়নের শফি নগরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোককজন আগুন নিভাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘটনার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ততক্ষণের মধ্যে ২টি বসতঘর সম্পূর্ণ জ্বলে যায়। অগ্নিকান্ডে ওই ঘরের পাশে আরো ১টি ভবনে আংশিক ভষ্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছার কারনে একটি ভবন অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। এই ভবনে পরিবারের প্রায় ১০ থেকে ১৫ জন সদস্য বসবাস করত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

অগ্নিদুর্গত পরিবার সুত্রে জানা যায়, দিল মোহাম্মদের বসতঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে এলাকা লোকজন অগ্নিনির্বাপণে এগিয়ে আসেন । খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে পৌঁছে। ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়। অগ্নিকান্ডে দিল মোহাম্মদ ও নূর আলমের টিনসেড ও বেড়া নির্মিত বসতঘর সম্পূর্ণ, নজরুলের টিনসেড ও বেড়া নির্মিত বসতঘর আংশিক ও ইউসুফের দোতলা পাকাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌছি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। একটি দ্বিতল ভবনের কক্ষে আগুন নিভানোর ফলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ওই ভবনের বহু লোকজন। ওই কক্ষে আগুন নিভাতে ব্যর্থ হলে হয়তো প্রাণহানির আশংকা ছিল বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা।