মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:

ঈদগাঁওর তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন আঙ্গিকে বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষনীয়। প্রতিবারের ধারায় এবারও ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলায় নর-নারীদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠে। বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলের বৈশাখীর হাওয়ায় মেতে উঠে উঠতি প্রজন্মের তরুণ তরুনীরা উৎসাহ উদ্বিপনা মূখর পরিবেশে এই বৈশাখী মেলাকে সরগরম করে তুলে। পাশাপাশি এই মেলায় আগত নাগর দোলা, মৃত্যুকূপ, হরেক রকমের খাবারের ষ্টল, মাটির শিল্প তৈরী জিনিস পত্র সহ অত্র শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এক টানা তিনদিন ব্যাপী বিশাল এ মেলায় দর্শকদের উপস্থিতি যেন লক্ষনীয়। এই মেলায় ঘুরে যাওয়া কয়েক দর্শকদের মতে, বৈশাখ বলে কথা! আর মেলায় খাবারের জিনিস পত্র সহ অপরাপর জিনিসপত্রে চড়াদাম নিয়ে বিপাকে পড়েছিলো দর্শকরা।
কয়েকজনের দেখা হলে তারা আক্ষেপ কণ্ঠে জানান- বাঁধভাঙ্গা উচ্ছাস নিয়ে এবারের বৈশাখী মেলায় ভিন্ন মাত্রা খোজে পেয়েছে ঈদগাঁওবাসী। আবার আরেক বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুল মাঠেও প্রথম বারের মত ১৪ ও ১৫ এপ্রিল দু’দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছিলো। সেখানেও দর্শকদের অবস্থান ছিলো মোটামুটি। পাশাপাশি অত্র বিদ্যালয় থেকে ব্যতিক্রমধর্মী মঙ্গল শোভা যাত্রা বের করে নজর কেড়েছে ঈদগাঁওবাসীর। অন্যদিকে জেলা সদরের একমাত্র নারী শিক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ উপলক্ষ্যে শোভাযাত্রা করল। এ নিয়ে শিক্ষার্থী ও সাধারণ লোকজনের মাঝে হাসির ঝিলিক ফুঠে উঠেছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে অত্র বিদ্যালয় হতে সকাল ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের স্কুলে গিয়ে সম্পন্ন হয়। “সংস্কৃতি হোক ষোল আনা বাঙ্গালিয়ানা” শ্লোগানে বাংলা বছর ১৪২৩কে বিদায় দিয়ে ১৪২৪সালকে বরণ করে নেয় এ বিদ্যালয়টি। ব্যাপক জাঁকজমকপূর্ণ পরিবেশে বর্ষবরণ উৎসবে মঙ্গল প্রদীপ প্রজ¦লন, বাংলার লোক নৃত্য, বাংলার সংস্কৃতি প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামবাংলার বিভিন্ন পিঠাপুলি ও পান্তাভাত এবং বৈশাখী নানা খাবারের আয়োজন করেছিল অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ শোভাযাত্রায় স্কুলের ছাত্রীরা বৈশাখের শাড়ী পড়ে আর নানা অনুষঙ্গ হাতে নিয়ে অংশ নেয়। সবমিলিয়ে এবার ঈদগাঁওর তিন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান করেছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে।