২০১৬ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩জন ট্যালেন্টপুলেসহ ৭ জন ছাত্রী বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তরা হলো-
ট্যালেন্টপুল: রেহেনা আকতার, পিতা- মৃত নজির আহমদ। নাদিয়া হক সেজা পিতা-মৌলানা আবদুল হক। খদিজাতুল খুবরা, পিতা- ডা. আবদুল গফুর।
সাধারণ গ্রেড: আফিফা তাবাচ্ছুম মারজান পিতা- আমানত উল্লাহ। স্বপ্না খানম পিতা- সৈয়দ আলম। উম্মে সালমা পিতা- মো. আবদুল্লাহ। মাসুমা আকতার, পিতা- মাওলানা কবির আহমদ।
ইবেতাদায়ী শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফলে বিগত বছরের মতো এবারও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল-ফুয়াদ আদর্শ বালিকা মাদরাসা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ৩৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে তার মধ্যে ৩জন ট্যালেন্টপুলসহ ৭ জন বৃত্তি লাভ করে। এই ফলাফলে মাদরাসা সুপার মাওলানা সুলতান আহমদ মহান আল্লাহতায়ালার শুকরিয়ার পাশাপাশি আইবিএফ এর মাননীয় চেয়ারম্যান, নিবার্র্হী পরিচালক, শিক্ষা বিভাগের ইনচার্জ, এলএমসি, এমএমসি ও প্রকল্প সমন্বয় কর্মকর্তা, মাদরাসার একান্ত হিতৈষী, স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীদের অভিনন্দন জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।