এসো মিলি প্রাণের উৎসবে এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৮ ব্যাচ এর প্রতিষ্ঠা বার্ষিকী, মিলন মেলা ও বর্ষবরণ ১৪২৪ বাংলা বঙ্গাব্দ ১৪ ই এপ্রিল কবিতা চত্বরে অনুষ্ঠিত হয়৷ বন্ধন ৯৮ এর সভাপতি পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান এর সভাপতিত্বে । অলি আহমদ জিয়া ও দিলীপ দাশ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে স্বাগত বক্তব্য রাখেন বন্ধন ৯৮ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল আলম৷শুভেচ্ছা বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন মুকুল।

এতে বক্তব্যরাখেন আবু তাহের আযাদ, সিনিয়র সহ সভাপতি নাজমুল হুদা, সহ সভাপতি আবদুল গফুর, সদস্য মেজবাহ উদ্দিন, সাইফুল ইসলাম লিটন, আবদুর রহিম সাজিদ, সোহেল রানা, সুমন চৌধুরী বাবু, সাইফুল হুদা রনি, হাবিবুর রহমান, মাস্টার সুজন দাশ, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম জেক ও মোহাম্মদ হাসান। এতে উপস্থিত ছিলেন, জিয়াউল হক জিয়া, জিয়াউল হক লিটন, কফিল উদ্দিন, কাঞ্চন মহাজন, লিয়াকত আলী, মোহাম্মদ ফেরদৌস, ওমর কলিম উল্লাহ, মিলন দাশ, নাসির উদ্দিন, সামশুল আলম, নজরুল ইসলাম, সোহেল চৌধুরী, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম বাবর, মোবারক হোসেন বাবুল, আবদুল গফুর, আবদুস সামাদ বাদশা, বিপ্লব ধর, উজ্জল পাল, নাজিম উদ্দিন প্রমুখ৷

প্রত্যেক সদস্যদের পরিবারবর্গ উপস্থিত হওয়ায় বন্ধন ৯৮ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান৷ অনুষ্ঠান মালার মধ্যে ছিল মহিলাদের বালিশ খেলা, ছোটদের আবৃত্তি, ছবি অংকন, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জিসান দম্পতিকে বরণ ও সভাপতির সহধর্মনীকে শুভেচ্ছা স্মারক প্রদান৷ অনুষ্ঠান শেষে কার্যকরি কমিটির সিদ্ধান্তক্রমে আগামী ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিস মসজিদ রোডস্থ কাসেম প্লাজার ২য় তলায় বন্ধন-৯৮এর সাধারণ সভার আহবান করা হয়৷ উক্ত সভায় সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়৷