১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দবিস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে, কর্মসূচীর মধ্যে রয়েছে ভোর ৬টায় দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান এবং সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
উক্ত কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচী সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
উক্ত কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলার আওতাধীন সকল উপজেলা ও সাংগঠনিক উপজেলার প্রতি অনুরোধ জানানো হয়েছে।