হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী নামক স্থান থেকে বিজিবি ১৬ এপ্রিল ভোর রাতে ২৯ কোটি ৪০ লক্ষ টাকা মুল্যের ৯ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ বিজিবিএম পিবিজিএম (বার) স্বয়ং এ অভিযানের নেতৃত্ব দেন। তবে অন্ধকারের সুযোগে ইয়াবা চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
অভিযানের বর্ণণা দিতে রবিবার ১৬ এপ্রিল দুপুরে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ বিজিবিএম পিবিজিএম (বার) সংবাদ সম্মেলনে টেকনাফের ইতিহাসে এযাবৎ কালের সর্ববৃহৎ চালান আটকের বর্ণণা দেন। তিনি বলেন ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় সাবরাং ইউপিস্থ হারিয়াখালী নামক এলাকা দিয়ে সাগরপথে ইয়াবার একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল ১৬ এপ্রিল ভোর রাত ৪ঘটিকায় বর্ণিত স্থানে গমন করে ঔঁৎ পেতে থাকি। আনুমানিক ৪.৪৫ ঘটিকায় টহলদল কয়েকজন লোককে বস্তা মাথায় করে সাগর পাড় দিয়ে আসতে দেখে আরও কাছে আসার জন্য অপেক্ষারত ছিলাম। এমতাবস্থায় বিজিবি টহল দলের উপস্থিতি দৃষ্টিগোচর হওয়া মাত্রই ইয়াবা পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে তাদের মাথায় থাকা বস্তা ফেলে দ্রুত দৌঁড়ে পুণরায় বোটে আরোহন করে গভীর সাগরে চলে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল সাগর পাড় হতে পরিত্যক্ত অবস্থায় ৫টি বস্তা ভর্তি ২৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৯ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’। ##