এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া হারবাল সেন্টার ও কবিরাজী চিকিৎসালয় এর স্বত্ত্বাধিকারী এবং চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের আনোয়ার মঞ্জিলের প্রোপাইটর কবিরাজ মো. ফজল করিম চৌধুরী, গৃহিনী আনোয়ারা বেগমের একমাত্র কন্যা আফরোজা সোলতানা মনিষা সদ্য প্রকাশিত ৫ম শ্রেণির ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সরকারি বৃত্তি লাভ করেছে। ইতিপূর্বে প্রকাশিত পরীক্ষার ফলাফলে কৃতি ছাত্রী মনিষা গোল্ডেন এপ্লাস পেয়েছেন। কৃতি ছাত্রী আফরোজা সোলতানা মনিষা পৌর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া আন্ নূর ক্যাডেট মাদরাসা হতে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার অসাধারণ সাফল্যে গর্বিত মা-বাবা সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞ। কৃতি ছাত্রী আফরোজা সোলতানা মনিষা ভবিষ্যতে আরো উচ্চ শিক্ষা অর্জন করে চিকিৎসক হয়ে সমাজে গরীব মানুষের সেবা করতে চায়। আগামীতেও এ ধরণের সাফল্য অর্জনে কৃতি শিক্ষার্থী মনিষা ও তার গর্বিত মা-বাবা সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।