ডেস্ক নিউজ:
বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার(১৭ এপ্রিল)। ইলিয়াস আলীর বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেয়া না হলেও এখনো তাকে ফিরে পাওয়ার আসায় মুখিয়ে আছেন তার স্বজনরা। এই অপেক্ষার প্রহর শেষ হয়ে ইলিয়াস আলী ফিরে আসবেন সেই বিশ্বাস স্ত্রী ও সন্তানদেরও।
বিএনপির সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হন। এরপর দেশব্যাপী গড়ে উঠে কঠোর আন্দোলন। ইলিয়াসের ভালবাসায় প্রাণ দেন বিশ্বনাথের তিন বিএনপির কর্মী।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার পর এম ইলিয়াস আলী হয়ে উঠেন সিলেট বিএনপির একমাত্র কাণ্ডারি। শুধু সিলেট নয়, গোটা বিভাগের একজন অবিভাবক হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন।
এদিকে ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রতিবছর নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সিলেটের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় নিখোঁজ ইলিয়াস আলীকে দ্রুত জনগণের মাঝে ফিরিয়ে দেয়ার দাবিতে রোববার মানববন্ধন করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
বেলা ১১টায় সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান দিতে সরকার ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন বক্তারা।
এসময় তারা বলেন, নিখোঁজের দীর্ঘ পাঁচ বছর হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেনি। এতেই প্রমাণিত হয়, বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেই তাকে গুম করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রচেষ্টা অব্াঁহত রেখেছেন কিনা জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা জাগো নিউজকে বলেন, আমরা আর কি করতে পারি বলেন? আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন অপেক্ষা করছি হয়তো সে ফিরে আসবে।
সন্তানদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের লন্ডনে একটি কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন। এখন ফাইনাল ইয়ারে রয়েছে। ছোট ছেলে লাবিব সারার অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছে। আর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারাও তাদের বাবার ফিরে আসবে সেই অপেক্ষায় আছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।