সংবাদ বিজ্ঞপ্তি:
সামিহা সাবরিন মীম, কক্সবাজার আদর্শ মহিলা কামিল ( অনার্স- মাষ্টার্স) মাদ্রাসা হতে ২০১৬ সালের এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে মাতা- শামিমা আকতার( ডলি) ও পিতা অধ্যাপক এম এ হাশেম এম এম এম এ এর ১ম কন্যা এবং বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া গ্রামের দাদা মরহুম রহিম বকসু ও কক্সবাজার সদরের ঝিলংজাস্থ হাজী পাড়া এলাকার মরহুম ডা: ফয়েজ আহমদ এর নাতনী। তার পিতা অধ্যাপক এম এ হাশেম বাংলাদেশ বেসরকারী গন- গ্রন্থাগার সমিতি কক্সবাজার জেলা সাবেক সভাপতি।
এম এ হাশেম বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী চট্টগ্রামে বাটলার পদে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ও কে পি -৭ এর অধীনে কুয়েত বিমান বাহিনীর আলী আল সালেম এয়ার ব্যাচ এ কর্মরত আছেন।
মেয়ের ফলাফলের জন্য এম এ হাশেম স্ত্রী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং যারা বিভিন্ন ভাবে সাহার্য সহযোগীতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তিনি বিদেশ প্রবাসে কর্মরত থেকে মেয়ের ভাল ফলাফলের জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়েছেন, যেন মেয়ে সহিহভাবে কোরান হাদিসের ইলম অজর্ন করে ভবিষ্যতে আরো ভাল ফলাফল করতে পারেন।
এদিকে সামিহা’র বৃত্তি প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।