এম বশীর উল্লাহ, মহেশখালী:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে আন্তর্জাতিক অভিবাসন সংস্হা (আইওএম) ও কুরিয়ান টেলিকমের(কে টি) আর্থিক সহযোগীতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় বাস্তবায়ন হতে যাচ্ছে ডিজিটাল গিগা আইল্যান্ড মহেশখালী প্রকল্প ৷
উক্ত প্রকল্প বাস্তবায়িত হবে শিক্ষা, স্বাস্থ্য, এবং ই লার্নিং এর উপর ৷ ইতিমধ্যে তারি অংশ হিসেবে মহেশখালী পৌরসভা সহ মোট তিনটি ইউনিয়নকে
ডিজিটালাইজ করা হয়েছে ৷ তারমধ্যে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক সহ সকল সরকারী প্রতিষ্ঠানে স্হাপন করা হয়েছে অত্যাধুনিক সুযোগ
সুবিধা সম্পর্ণ ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ৷ ডিজিটাল মহেশখালীর প্রকল্পের আওতায় ই – সেবার মাধ্যমে স্কুল মাদ্রাসা সমূহে ই লার্নিং ক্লাস সমূহ পরিচালিত হবে ৷ সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ই – সেবার আওতায় অত্যাধুনিক চিকিৎসার সরন্জামাদির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে ৷ মহেশখালীর জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে স্হাপন করা হয়েছে
ই লার্নিং ট্রেনিং সেন্টার ৷ বিগত ১১ এপ্রিল উক্ত প্রকল্পের অংশ হিসেবে সেবা স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আঠারো জন আবাসিক মেডিকেল অফিসারদের তিনদিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় ৷ গত ১৩ই এপ্রিল আঠারো জন প্রশিক্ষণ প্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার , কোরিয়ান টেলিকম ও আইওএমের প্রতিনিধি সহ মোট বিশজনের এক প্রতিনিধি দল মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত বিনামূল্যে ৬০জন গরীব দুস্ত রুগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ৷ যে সকল রুগের চিকিৎসাসেবা দেওয়া হয় তারমধ্যে রুগবেদে আল্ট্রাসনোগ্রাফি , ইউরিন টেস্ট, ইসিজি ইত্যাদি ৷
উক্ত চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাজ্জাদ হোসাইন চৌধুরী, সহকারী কমিশনার ভূমি বিভীষণ কান্তি দাশ, কেটির টিম ম্যানেজার Hyoun Jun Sang, হেলকেরিঅনের এরিয়া ম্যানেজার Steven Kim, ক্লিনিক্যাল স্পেশালিস্ট Kim Sujin প্রমুখ ৷ এসময় আরো উপস্হিত ছিলেন উক্ত প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার রিয়াজুল আলম মাসুম, প্রজেক্ট এসিসট্যান্ট আব্দুল্লাহিল কাফি ৷ চিকিৎসা ক্যাম্প শেষে কক্সবাজারের অভিজাত হোটেলে প্রশিক্ষণ প্রাপ্ত
ডাক্তারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ৷ আগামী ২7শে এপ্রিল ডিজিটাল গিগা আইল্যান্ড মহেশখালী প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এসময় উপস্হিত তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ৷ উক্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো মহেশখালীর চিত্র পাল্টে যাবে বলে স্হানীয় জনসাধারণ অভিমত ব্যাক্ত করেন ৷
ডিজিটাল আইল্যান্ড প্রকল্পে বদলে যাচ্ছে মহেশখালী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।