সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক মুহাম্মদ হাসিম সংবর্ধিত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) বিকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে বিপুল সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশ প্রবীন সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক রূপালী সৈকতের পরিচালক শেখ আবদুল্লাহ, গোলাম আজম খান, মুহাম্মদ সেলিম, কক্সবাজার পিপলস ফোরামের সহ-সাধারণ সম্পাদক মহসিন শেখ, যুগ্ম-সম্পাদক এম. ইব্রাহিম খলিল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল মজিদ, ডিসকভার কক্স এর পরিচালক আবদুল্লাহ নয়ন, দৈনিক রূপালী সৈকতের বার্তা প্রধান ইমাম খাইর।
মুহাম্মদ হাসিমকে পৃথক সংবর্ধনা জানান সিটিএন সম্পাদক সরওয়ার সাঈদ, নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, সাংবাদিক ছৈয়দ আলম।
হকারদের পক্ষে সংবর্ধনা জানান জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল, দৈনিক রূপালী সৈকতের সার্কুলেশন ম্যানেজার মুহাম্মদ আবছার, হকার সমিতির সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম,।
সংবর্ধনাকালে মুহাম্মদ হাসিমের সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, সদস্য মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মেট্টোপলিটন সংবাদপত্র বিক্রেতা সমবায় সমিতি লি. এর সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, লোহাগাড়া এজেন্ট আবুল কাসেম।
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংবর্ধিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।