হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

কোমরে ও উরুতে বেঁধে পাচারকালে টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ৩০ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা মুল্যের ১০ হাজার ২৫ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ইয়াবাসহ আটক রোহিঙ্গা আবুল হাসিম (৪০) টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ‘ই’ ব্লক ৯৭৮/০৬ এর বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ইসহাক। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান “২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১৯ এপ্রিল সকাল ৮.৩০ ঘটিকায় দমদমিয়া বিজিবি চেকপোষ্টে যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল। আনুমানিক ৯.৪৫ ঘটিকার সময় হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ দমদমিয়া বিজিবি চেকপোষ্টে আসলে টহলদল সিগন্যাল দিয়ে উক্ত সিএনজিটি থামায়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করার সময় বর্ণিত আসামীর তাৎক্ষনিক আচরণ লক্ষ্য করে পুংখানুপুংখভাবে শরীর তল্লাশী করে কোমরে এবং বাম পায়ের উরুতে ফিটিং অবস্থায় ইয়াবা ভর্তি ৫১টি নীল রঙের প্যাকেট পাওয়া যায়। উক্ত সময়ে উপস্থিত বেসামরিক ব্যক্তিদের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট হতে উদ্ধারকৃত ইয়াবা ভর্তি প্যাকেটগুলো খুলে গণনা করে ৩০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১০ হাজার ২৫ পিস মেটা এ্যামফিটামিনযুক্ত মাদক ইয়াবা ট্যাবলেট এবং ১ হাজার টাকা মূল্যমানের ১ ট স্যাম্পনী মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামী নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে”। ##