সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ:

টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠাভ্যাস কর্মসূচীর আওতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র কোহিনূর আক্তার, শিক্ষকদের জন্য উপহার দিলেন ৩২”রঙ্গিন টেলিভিশন৷ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় প্যানেল মেয়র বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরুস্কার স্বরুপ বই উপহার দেওয়ার পাশাপাশি শিক্ষকদের জন্য টেলিভিশন প্রদান করেন। তিনি কয়েকটি ক্লাস ঘুরে দেখেন, পড়ালেখার ব্যাপারে খোজখবর নেন ও তাদেরকে আরও ভালভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বলেন। এর আগে বিদ্যালয়ে পৌছলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন।

এ সময় প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, আশেক উল্লাহ ফারুকীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷ শিক্ষার্থীরা প্যানেল মেয়রকে কাছে পেয়ে ও স্যারদের জন্য টিভি প্রদান করায় তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার জন্য দোয়া করেন। পরে তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যেশ্যে সৃজনশীল পাঠ্যাভাসের কার্যক্রম তুলে ধরেন ও এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন।