মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউস ও নেরিকা আউস আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রমোদনা কর্মসূচীর আওতায় গত বৃহস্পতি ও শুক্রবার দুইদিন ব্যাপী এ উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। লামা উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় কৃষি কর্মকর্তা, স্থানীয় জন-প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
লামা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম বলেন, উপজেলার ২৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ সহায়তা বাবদ ৪শত টাকা দেয়া হয়। ৫০ জন কৃষককে নেরিকা আউশ চাষীকে ১০ কেজি করে নেরিকা আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ এবং আগাছা দমন বাবদ ৮শত টাকা দেয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।