মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
দীর্ঘ দিন ধরে পরিস্কার পরিচ্ছন্নতার অভাব ছিল হাটহাজারী পৌরসভার প্রায় প্রতিটা ড্রেনেজ। পরিস্কার করলেও তা সরিয়ে নেয়নি যার কারনে ড্রেনেজ গুলো ভরাট হয়ে পানি চলাচল বাধাগ্রস্ত করেছে। দুদিনের বৃষ্টিতে তা প্রত্যক্ষ কর্ াগেছে। অনেক লেখালেখির পরও টনক নড়েনি পৌর কর্তৃপক্ষের। পৌর কর্তৃপক্ষ চোখের সামনে রাস্তায় রাস্তায় ছিল ময়লা আর ময়লা। এ দিকে নবাগত সহকারী কমিশনার(ভুমি) আরমান শাকিল হাটহাজারীতে যোগদানের পর বাড়তি দুটি দায়িত্ব পেয়েছেন। নবাগত ভারপ্রাপ্ত ইউ.এন.ও এবং পৌর প্রশাসক দায়িত্ব পেয়েও তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হয়। এ দিকে তিনি দু দিনের বৃষ্টিতে চোখে পড়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কের পাশে ড্রেনেজ অবস্থা প্রথম অভিযান শুরু করেন ড্রেনেজ পরিস্কার পরিচ্ছন্নতা। তিনি গত কাল পৌরসভা এলাকার কয়েকটি ড্রেনেজ পরিস্কার অভিযান শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করে পৌরসভার ড্রেনেজ গুলো পরিস্কার পরিচ্ছন্নতা নির্দেশ দিচ্ছেন নবাগত (ভারপ্রাপ্ত) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভুমি) এস.আর আরমান শাকিল। সরেজমিন বৃষ্টিতে ছাতা নিয়ে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে ড্রেনেজ গুলো দ্রুত পরিস্কার করার নির্দেশ দেন।