সিবিএন:
কক্সবাজারের প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) ঢাকার মোহাম্মাদপুর প্রিপারেটরী বয়েজ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে এই প্রথম বারের মতো সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনলাইনে সারাদেশ থেকে ভোটাররা ভোট প্রদান করেন।
বনপার ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে শামসুল আলম স্বপন সভাপতি ও এ এইচ এম রোকমুনুর জামান রনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান।
নির্বাচন কমিশনের অপর দুই সদস্যরা হচ্ছেন- তথ্য ও প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও এডভোকেট আমান উল্লাহ আমান।
নির্বাচনী অনুষ্ঠানে সারাদেশ থেকে নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ দিকে অধ্যাপক আকতার চৌধুরী বনপার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) কক্সবাজার জেলা শাখার সভাপতি আনছার হোসেন ও সাধারণ সম্পাদক ইমাম খাইর। তারা আকতার চৌধুরীর যোগ্য নেতৃত্বে দেশের অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি অধিকার আদায়ে বলিষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।