হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের হ্নীলা হাইস্কুলে পাঠাভ্যাস উন্নয়ন বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় বিশ্ব বই দিবস পালন উপলক্ষ্যে হ্নীলা উচ্চ বিদ্যালয় এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।
২৩ এপ্রিল দুপুর ১টায় হ্নীলা হাইস্কুলের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ একসভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুল শিক্ষক মাঈন উদ্দিন মিল্কীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, কামাল আহমদ, মৌলভী আবুল হোসেন ফেরদৌসী ও কায়সার হেলাল। অনুষ্টানে স্কুল শিক্ষক মনোয়ার হোসেন, নুসরাত ফাতেমা, আব্দুর রজ্জাক, প্রবাল শর্মা, আব্দুল মজিদ, নাছির কামাল, সাহিদুর রহমান ও নুরুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্তাবধায়ন করেন সহকারী লাইব্রেরীয়ান ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর টেকনাফ উপজেলার ২০১৫ সালের সেরা সংগঠক নুরুল হোসাইন ভুট্টো। আলোচনা সভা শেষে হ্নীলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর ২০১৬ সালে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২০১৬ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রের আওতায় শেকায়েপ প্রকল্পের পাঠাভ্যাস কর্মসূচীর সেরা পাঠক হিসেবে হ্নীলা হাইস্কুলের ৪ জন শিক্ষার্থী পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে ২০১৬ সালে বই পড়ার উপর লিখিত পরীক্ষায় বিজয়ীদের মাঝে শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠকসহ মোট ২১৩টি পুরস্কার বিতরণ করা হয়েছে। বক্তাগণ পাঠাভ্যাসের গুরুত্বারোপ দিয়ে বলেন বই কিনে ও বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয়না। শ্রেণী পাঠ ছাড়াও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে জ্ঞান অর্জনের অতিরিক্ত বিষয়ে পাঠাভ্যাস গড়ে তোলার উপর জোর দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।