নিজস্ব প্রতিবেদক :
তথ্য-প্রযুক্তি বিষয়ক পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিকাটা গ্রামের শাহাদাত হোসেন। সে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আল গিফারী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তাঁর বাবার নাম আলহাজ¦ আলী হোসেন। সম্প্রতি ঢাকার মিরপুরে ৩৬৫জন শিক্ষার্থীর অংশ গ্রহণে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাহাদাত হোসেন পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে তৃতীয়। সারা দেশের মধ্যে তথ্য-প্রযুক্তি বিষয়ক পরীক্ষায় দ্বিতীয় হয়ে শাহাদাত কচ্ছপিয়া ইউনিয়নবাসীর মান বাড়িয়েছে।
জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি খাতকে অনেক গুরুত্ব দিচ্ছে। এ খাতে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থান হচ্ছে। আমিও তথ্য-প্রযুক্তির মাধ্যমে অর্থ আয় করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে সকলের কাছে দোয়া কামনা করছি।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।