পলাশ বড়ুয়া, উখিয়া
উখিয়ায় এইচএস.সি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিনিধি টীম।

২৪ এপ্রিল (সোমবার) উখিয়া উপজেলার উখিয়া কলেজ কেন্দ্র-১, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্র-৩ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শকালে সাথে ছিলেন প্রভাষক রফিক উদ্দিন, প্রভাষক বোধিমিত্র বড়ুয়া, প্রভাষক মো: নাজিম উদ্দিন, ভিজিলেন্স টীমের সদস্য বদরখালী কলেজের প্রভাষক মো: সাইফুল ইসলাম।

২টি কেন্দ্রে পরীক্ষাথীর সংখ্যা ১০২ জন। অনুপস্থিত শিক্ষার্থী ১জন। উখিয়া কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিমের সাথে আলাপকালে সহকারী কলেজ পরিদর্শক পরীক্ষা কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উখিয়ায় পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো: আবদুল হক, উখিয়া কলেজ কেন্দ্র-১ এর হল সুপার ও সহকারী অধ্যাপক ফরিদুল চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, প্রভাষক ছৈয়দ আকবর প্রধান সহকারী আবদুর রহিম, হিসাব রক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, মনিন্দ্র বড়ুয়া, সাধন বড়ুয়া, হাফেজ আলী আহমদ, কবির আহমদ, নিলু বড়ুয়া।