শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের এলাকায় অবৈধভাবে গড়ে তোলা আটটি বসত বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব বাড়ি উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া। অভিযানে সহযোগিতা করেন বিপুল সংখ্যক পুলিশ।
সার্কিট হাউজ কর্তৃপক্ষ জানান, সীমানার ভেতরেই সার্কিট হাউজের জমিতে গড়ো তোলা হয় ২৬টি বসত বাড়ি। এসব বাড়িতে প্রায় একশ পরিবার বসবাস করে আসছিল। এসব বসত বাড়ির কারণে সার্কিট হাউজের নিরাপত্তার হুমকিতে ছিলো। তাই এসব বাড়ি উচ্ছেদের সিদ্ধান্ত কর্তৃপক্ষ। তার অংশ হিসেবে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া জানান, সার্কিট হাউজ এলাকার ভেতর গড়ো তোলা অবৈধ বাড়ি গুলো সরিয়ে নিতে দু’সপ্তাহ আগে নোটিশ দেয়া হয়। কিন্তু নোটিশ পেয়েও তারা সরিয়ে নেয়নি। তাই জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে প্রথম দিনে আটটি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট বাড়ি গুলো উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।