হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী উপজেলার মাসিক আইন শৃংখলা সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। ২৪এপ্রিল সকাল ১১টার সময় উপজেলা সম্মেলন কক্ষে; উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, সহকারী কমিশনার ভূমি বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলার ভাইস চেয়ারম্যান মৌ: জহির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ডা: মো: সাজ্জাদ হোসেন চৌধুরী- মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, সমাজ সেবা অফিসার নাছরুল্ল্যাহ আল মাহামুদ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব,জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, ,মহেশখালী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আবুল বাশার শামশু উদ্দীন আহমেদ, মাতারবাড়ীর চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, কালামারছড়ার চেয়ারম্যান মীরকাশেম, কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল,শাপলাপুরের চেয়ারম্যান নুরুল হক, ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী, বড় মহেশখালীর ভার প্রাপ্ত চেয়ারম্যান দলিলুর রহমান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য হাছিসা বেগম, মহেশখালী উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি বিউটি প্রমূখ।

আইন শৃংখলা কমিটির সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এর প্রসংশা করেন। বর্তমানে অপরাধীরা গা ঢাকা দিয়েছে। অনেক অপরাধী এলাকা ছেড়ে চলেগেছে বলে জানা যায়। বর্তমানে মহেশখালীর আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃংখলা শান্ত থাকায় চেয়ারম্যানগণ ওসি প্রদীপ কুমার দাশ কে সাধুবাদ জানান।

সভায় উপজেলার ভাইস চেয়ারম্যান মৌ:জহির উদ্দীন বলেন জোট সরকারের আমলে যখন প্যারাবন কেটে চিংড়িঘের নিমার্ণ করা হয়; তখন চারিদিকে হৈহুল্লুডে পরিনত ছিল। পরে বর্তমান সরকার পর পর ২বার ক্ষমতায় আসার পর কিছুদিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল । বর্তমানে উপজেলার কুতুবজোম ও শাপলাপুর ইউনিয়নে ভুমি দখল করে চিংডিঘের নিমার্ণ করে মাছ চাষ শুরু করেছে । তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু মাত্র অসহায় গরীব লোকজন শুকনো লাকডি ব্যবহার করার জন্য সামান্য পরিত্যাক্ত কাঠ / জ্বালানি কাজে ব্যবহার করার লাকডি আনলে তাদের ধরে জেল জরিমানা করা হচ্ছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী বলেন- শাপলাপুরসহ বিভিন্ন এলাকায় যারা সরকারী জমিতে অবৈধ ভাবে চিংডিঘের করছে তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হউক।

আইন শৃংখলা কমিটির সভায় মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বক্তব্যদান কালে বলেন- মহেশখালী উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে মহেশখালী থানার পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মহেশখালীর আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাকতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন ওসি প্রদীপ।

মহেশখালী উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভাপতি মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম বক্তব্য দান কালে বলেন- আগামী ২৭এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী ঘোষনা করবেন।