সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাবাজার মুক্তারকুলের ঐতিহ্যবাহী ফজলিয়া হেফজখানা ও এতিমখানায় ছাত্র ও শিক্ষকদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল সকালে মাদ্রাসার ২৭ তম বার্ষিক সভায় প্রতিষ্ঠাতা ঝিলংজা ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মরহুম আবুল ফজল চৌধুরীর সুযোগ্য পুত্র ওবাইদুল হালিম চৌধুরী এসব পাঞ্জাবী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাস্টার ওবাইদুর রহিম চৌধুরী, ওবাইদুর করিম চৌধুরী, ওবাইদুস সালাম চৌধুরী, সিঙ্গার কক্সবাজার শো-রুমের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, মুজিবুর রহমান, মৌলভী মীর আহমদ ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। পাঞ্জাবী বিতরণ শেষে তিনি মাদ্রাসার যাবতীয় খোঁজখবর নেন এবং শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।