শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কাবিন নামা সম্পন্ন। এখনো বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়নি উভয় পরিবারের। তবে আনুষ্ঠানিকতা চলছে। সামাজিক রীতি অনুযায়ী হবু বধুর বাসায় যায় হবু বর। তারই ধারাবাহিকতায় শ^শুর বাড়ী যাওয়ার পথে মহাসড়কে বাস চাপায় মারা যান চৌফলদন্ডীর দক্ষিণ পাড়ার ছুরত আলমের পুত্র জয়নাল আবেদীন। ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। রামু থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, সদরের উপকূলীয় চৌফলদন্ডী এলাকার ছুরত আলমের পুত্র জয়নাল আবেদীনের সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গুচ্ছ গ্রাম এলাকার জনৈক মেয়ের সাথে। ঘটনার দিন সন্ধ্যা নিহত জয়নালের বাবা তাকে বকাবকি করলে ঐ দিন রাতে শ^শুর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় গুচ্ছ গ্রাম এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তার একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষনিক বিষয়টি রামু থানাকে অবহিত করলে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চৌফলদন্ডীর এমইউপি রাসেল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে লাশ প্রশাসনিক প্রক্রিয়া শেষে দাফন করা হয়েছে বলে জানান।