প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, চারিত্রিক অধঃপতন, অসামাজিক কর্মকান্ডের বিস্তার, মানবিক মূল্যবোধের বিপর্যয় সবই আদর্শহীন স্যাকুলার শিক্ষানীতির কুফল। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় ইসলামী আদর্শের আলোকে শিক্ষানীতিকে সংস্কার করে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা। বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ এ দাবিই জানিয়ে আসছে। তিনি বলেন, ইসলামী আদর্শের প্রতি নিবেদিতপ্রাণ আলোকোজ্জ্বল ও অনুকরণীয় নাগরিক তৈরী করার পাঠশালা এবং একামতেদ্বীনের যোগ্য ও নির্ভেজাল কর্মী গড়ে তোলার আকর্ষনীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। এ সংগঠনের দাওয়াত গ্রামে গঞ্জে, ছাত্রজনতার মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজ আয়োজিত ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সম্প্রতি উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রাজারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মনজুর বিন মুসা, খুনিয়া পালং ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ, আতিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, চারকমারকুল ইউনিয়ন আহ্বায়ক মুহাম্মদ অলি উল্লাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন, কচ্ছপিয়া ইউনিয়ন সদস্য সচিব মুহাম্মদ রহমত উল্লাহ প্রমূখ।