মোহাম্মদ শফিক

“যদি সুন্দর এক্কান মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, মইশহালির পানর খিলি তারে বানাই হাবাইতাম”। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষের এই কালজয়ী গানের ন্যায় সুন্দর মন ও মুখ পেয়েছেন মহেশখালীবাসী। আর এই সুন্দর মনের অধিকারী হচ্ছে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখহাসিনা।

গতকাল মহেশখালীতে ভিডিওি কনফারেন্স এর মাধ্যমে “ডিজিটাল আইল্যান্ড মহেশখালী” ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। দেশের প্রথম ‘ডিজিটাল আইল্যান্ড’ মহেশখালী ঘোষনা করায় ও রেকর্ড পরিমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখাই প্রধানমন্ত্রী বরাবরে উপহার স্বরুপ মিষ্টি পান তুলে দেন এলাকাবাসী। এতে তারা খুব খুশি এবং গর্ববোধ করছেন। এসময় অনুষ্ঠানে যুগ দেওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাদরে এই পান গ্রহণ করেন।