রিয়াজ উদ্দিন , পেকুয়া :
পেকুয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। “বিরোধ হলে মামলা নয়, লিগ্যাড এইড অফিসে আপোষ হয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পেকুয়া উপজেলা জাতীয় লীগ্যাড এইড কমিটির উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলীর নির্দেশে ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উক্ত র্যালীতে অংশগ্রহন করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ, জাতীয় লীগ্যাল এইড কমিটির পেকুয়া উপজেলা প্রোগ্রাম অফিসার কাজী মহিউদ্দিন আহমেদ। তাছাড়া বিদ্যালয়ের শতাধিক ছাত্র/ছাত্রী র্যালীতে অংশগ্রহন করেন। এ দিকে প্রোগ্রাম অফিসার কাজী মহিউদ্দিন আহমদের তত্তাবধানে উক্ত র্যালী অনুষ্টিত হওয়ায় উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের জনগন তাকে সাধুবাদ জানিয়েছে। অপরদিকে পেকুয়া থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের তত্তাবধানে গতকাল বিকাল ৪ টার দিকে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর, প্রোগ্রাম অফিসার কাজী মহিউদ্দিন আহমেদ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যাবৃন্দ।
পেকুয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।