সংবাদ বিজ্ঞপ্তি
জেলার প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমীর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে কক্সবাজার সরকারী বালিকা উচ্চবিদ্যালল মিলনায়তনে আলোচনা সভা, কবিতাপাঠ, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন প্রকৌশলী বদিউল আলম, মূল্যায়ন সম্পাদক কবি আমিত চৌধুরী, কোস্ট ট্রাস্টের টীম লিডার অধ্যাপক মকবুল আহমদ।
সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় সভায় কবিতা পাঠ করেন সুলতান আহমদ, নুরুল আজিজ চৌধুরী, মুহম্মদ নুরুল ইসলাম, রুহুল কাদের বাবুল, মো. আমির উদ্দিন, সোহেল ইকবাল, ড. নুরুল আবছার, খালেদ মাহবুব মোর্শেদ, মিজান সিকদার, শামীম আকতার, দিলরুবা হাসান, তৌহিদা আজিম, ছড়াকার জহির ইসলাম, ফৌজিয়া তাবাচ্ছুম, সাফিল শাহাদাত, তানবির হায়দার, সাননীম ইকবাল নিয়ন, নাঈমা রহমান নীহা, নরজিচ রহমান অথৈ। সঙ্গীত পরিবেশন করেন রিয়াদ হায়দার, নুরুল আলম হেলালী।
আলোচনা সভা শেষে গত ২১ এপ্রিল বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।